ক্রীড়া রিপোর্ট: শুক্রবার শামস্-উল হুদা স্টেডিয়ামে যশোর ক্রিকেট ক্লাব ও স্কাইল্যাব ক্লাবের খেলার মধ্য দিয়ে অবশেষে যশোরের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিতহয় ২০১৭-২০১৮ মৌসুমে। নির্বাচনী জটিলতা ও করোনার কারণে এরপর আর লিগের খেলা মাঠে গড়ায়নি।
শুক্রবার খেলা মাঠে গড়ালেও তা আবার ২৮ ডিসেম্বর পর্যন্ত খেলা স্থগিত থাকবে। কারণ ২৫ ডিসেম্বর থেকে শামস্-উল হুদা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতা শেষে আবারও মাঠে গড়াবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা।
মাঠ বর্তমানে ক্রিকেটের জন্য উপযোগী না। সারা মাঠ জুড়েই রয়েছে ছোট ছোট গর্ত। মাঠ সমান না থাকার ফলে খেলোয়াড়দের ইনজুরির সম্ভাবনা রয়েছে। খেলা মাঠে গড়াতে এখনও বাকি রয়েছে তিন দিন। পিচ এখনও পরিপূর্ণভাবে তৈরি করা সম্ভব হয়নি।
ক্রিকেট পরিষদের সম্পাদক জানান, বর্তমানে আমাদের মাঠ নিয়ে রয়েছে নানামুখি সমস্যা। যার কারণে মাঠ সংরক্ষণ করা যাচ্ছে না কোনভাবেই। তারপরও প্রাণান্ত প্রচেষ্টা অব্যাহত আছে মাঠ ক্রিকেটের জন্য উপযোগী করে তোলার। হাতে যে কয়দিন সময় রয়েছে তার মধ্যেই পিচ খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। পিচের দায়িত্বপ্রাপ্তরা এ জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নিচ্ছে ম্যাগপাই ক্লাব, আরএন রোড ক্রীড়া চক্র, আসাদ স্মৃতি সংঘ, ফাইভ স্টার ক্লাব, স্কাইল্যাব ক্লাব, জাগরণী সংসদ, যশোর ক্রিকেট ক্লাব, আসাদ ক্রিকেট একাডেমি, ন্যাশনাল স্পোর্টিং ক্লাব, সূর্য সংঘ ক্লাব, রাইজিং স্টার ক্লাব, স্কাইল্যাব ক্লাব।