নিজস্ব প্রতিবেদক
যশোর এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত জেইসিএ টি-২০ ক্রিকেট শুক্রবার শুরু হবে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে হবে দুটি মাচ। সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দ্বীপ স্পোর্টিং ক্লাব ও যশোর রেঞ্জার্স। দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে রিপন অটোসের বিপক্ষে মাঠে নামবে হ্যালো পান্ডা স্কোয়াড। এর আগে সকাল ৯টায় শুরু উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্ট চালটি দল অংশ গ্রহণ করবে। সিংগেল লিগ পদ্ধতির খেলা শেষে সেরা দুই দল নিয়ে হবে ফাইনাল।
বৃহস্পতিবার বিকেলে শামস্-উল-হুদা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর এক্স-ক্রিকেটার এসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ, সাবেক ক্রিকেটার এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, আসাদুল্লাহ খান বিপ্লব, রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন, হ্যালো পান্ডা স্কোয়াডের টিম মালিক রিয়াদ উদ্দিন, দ্বীপ স্পোর্টিং ক্লাবের আব্দুর রাজ্জাক ও যশোর রেঞ্জার্সের ববিসহ সাবেক বর্তমান ক্রিকেটাররা।
মতবিনিময় সভায় যশোর এক্স-ক্রিকেটার এসোসিয়েশনের আহ্বায়ক মাহাতাব নাসির পলাশ টুর্নামেন্টের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন যশোরে কোন টুর্নামেন্ট হয়নি। যশোরের খেলোয়াড়রা খেলার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তারা খেলার সুযোগ পাচ্ছে না। এজন্য আমরা এ টুর্নামেন্টর আয়োজন করছি। এখান থেকে তরুণ উদীয়মান খেলোয়াড়দের বাছাই করা হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করা হবে।
তিনি আরও বলেন, এবছর আমাদের টুর্নামেন্টের জার্সি ও বিভিন্ন পুরস্কারের স্পন্সর করেছে রিপন অটোস প্রাইভেট লিমিটেড। এছাড়া আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক কল্যাণ। দৈনিক কল্যাণের ফেসবুক পেজ থেকে সরাসরি খেলা দেখানো হবে।
একটা স্থায়ী ফান্ড করার চিন্তা করছি। যাতে প্রতি বছর এক বা একাধিক টুর্নামেন্ট করতে পারি বলে মন্তব্য করেন সাবেক এ ক্রিকেটার। এছাড়া তিনি মাঠ দিয়ে সহযোগিতার জন্য যশোর জেলা ক্রীড়া সংস্থা ও দলের মালিকদেরকে ধন্যবাদ জানান।
