কল্যাণ রিপোর্ট: উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়ার অনুরোধ করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শনিবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের প্রগতি বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন সালে অর্জিত ট্রফির বিবরণ তুলে ধরা হয়।
প্রধান অতিথি আরও বলেন, ‘করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশের জিডিপির হার কমেনি। সমানতালে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও গড় আয়ু এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র বৈশ্বিক কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বিশ্ব পরিবেশ স্বাভাবিক হলে সেটাও দ্রুত স্বাভাবিক হবে। শ্রীলংকার মত দেশে পুরো অর্থনীতিতে ধস নেমেছে। ভারত-পাকিস্তানে দ্রব্যমূল্য লাগাম ছাড়া হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ অনেকটা স্বাভাবিক আছে। এসব কিছু করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে। সেইজন্য পুরো সাফল্যের একমাত্র দাবিদার শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ এটা করোনা ও ইউক্রেন যুদ্ধের সময় তিনি আবারো প্রমাণ করেছেন। তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বার বার রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়ার কোন বিকল্প নেই।
প্রতিষ্ঠানের সভাপতি সেলিমুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহবার হোসেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাধাকান্ত বিশ্বাস।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, পৌর কাউন্সিলর শেখ মোকছিমুল বারী অপু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য সাইফুল ইসলাম তুহিন, কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ শেখ রফিকুল ইসলাম, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য এস এম রবি সিদ্দিকী, কেরামত আলী মোল্লা প্রমুখ।
এরপর দুপুরে নওয়াপাড়া ইউনিয়নের মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভবনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রতিষ্ঠানের সভাপতি আবু সেলিম রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন ও প্রধান শিক্ষক রেজাউল হক মালিতা।
বিকালে সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। প্রতিষ্ঠানের সভাপতি গাজী মহসিন হোসেন টিটোর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, প্রধান শিক্ষক পাপিয়া পারভীন ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট সেতারা খাতুন, সদস্য বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর আরশেদ আলী রহমান প্রমুখ।