নিজস্ব প্রতিবেদক
ওয়ারেশ কায়েম সনদ প্রদানে তালবাহানার অভিযোগে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও ইউপি সদস্য নাসির উদ্দিনের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। যশোরের লিগ্যাল এইড অফিসে শুভরাড়া গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রাফিয়া সুলতানা দুইপক্ষের উপস্থিতিতেই শুনানির জন্য আগামি ১৭ মার্চ দিন ধার্য করেছেন।
রবিউল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তার পিতার মৃত্যুর পর তিনি ওয়ারেশ কায়েম সনদ পত্রের জন্য আবেদন করেন। তাকে সনদ না দিয়ে নানা তালবাহানা করে ঘোরাতে থাকেন ইউপি চেয়ারম্যান ও মেম্বর। এরপরও বেশ কয়েকবার আবেদন করা হলেও কোনো লাভ হয়নি তার। বাধ্য হয়ে তিনি ২০২০ সালের ২৯ ডিসেম্বর, ২০২২ সালের ৩ এপ্রিল ও ২০২২ সালের ১২ সেপ্টেম্বর তিন দফায় ওই চেয়ারম্যান ও মেম্বরকে উকিল নোটিশ প্রদান করেন। তারও কোনো জবাব দেন না। বাধ্য হয়ে তিনি লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বের সাথে নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওয়ারেশ কায়েম সনদপত্র না পাওয়ার কারণে রবিউল ইসলাম বিভিন্ন ধরণের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন।