ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার
ঝিকরগাছা বিএনপির কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই অভিযোগে জেলার অন্তত ৩৫ নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের ৪ নেতাকে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বৃহস্পতিবার মুঠোফোনে তিনি জানান, দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আগেই ঝিকরগাছা উপজেলা কমিটির নেতাদের নির্দেশ দিয়েছিলো জেলা কমিটি। কিন্তু কিছু কাজে ব্যর্থ হওয়ায় পুরো কমিটির কার্যক্রমকেই স্থগিত করা হয়েছে।
সৈয়দ সাবেরুল হক আরও জানিয়েছেন, একই অভিযোগে যশোরের বিভিন্ন উপজেলার ৩৫ জন নেতাকে সতর্ক করা হয়েছে।
খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নেতা যে পদমর্যাদারই হোক, তিনি দলীয় শৃঙ্খলার উর্ধ্বে নন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রক্ষা করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের হুমকি, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যশোরে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা জাতীয়তাবাদী ছাত্রদলের সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুর ইসলাম, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ও মণিরামপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কারের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, দেশের ক্রান্তিলগ্নে বিএনপি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কোন রকম সহিংসতা চাই না। ১৭ বছর আওয়ামী লীগ আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে আমরাও সেই একই অপরাধ করতে চাই না। দলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সহনশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যশোরে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।