নিজস্ব প্রতিবেদক: যশোর শহরতলীর শেখহাটি কালীতলা থেকে অবিস্ফোরিত বোমা ও গুলি উদ্ধারের ঘটনার মামলায় মোমেলসহ চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।
সোমবার আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের মৃত আনছার আলীর ছেলে মোমেল, সোহরাব হোসেনের ছেলে শিহাব, শেখহাটি তমালতলার আবুল হোসেনের ছেলে বক্কার ও শেখহাটি বাবলাতলার স্বর্ণকার কামালের ছেলে সুমন ।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর র্যাব সদস্যরা খবর পান শেখহাটি কালীতলার আলমগীর হোসেনের ছেলে তৌহিদুর রহমান জুয়েলের আমবাগানে কতিপয় সন্ত্রাসী নাশকতামূলক কর্মকান্ডের জন্য হাতবোমা নিয়ে অবস্থান করার খবর পেয়ে র্যাব সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ডিএডি শফিকুল ইসলাম।