নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা নওয়াপড়া ইউনিয়নের শেখহাটি তরফ নওয়াপাড়া সার্বজনীন কালী মন্দিরে ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারাকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বিশু সরকার।
বক্তব্য রাখেন সহ-সভাপতি উজ্জ্বল দেবনাথ উপদেষ্টা উকিল রায়, নিতাই সরকার, কিশোর রায়, যশোর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার ঘোষ, পৌর কাউন্সিলর শেখ সাইদুর রহমান রিপন, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ আহ্বায়ক রেখা খাতুন।