নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর শেখহাটী শফিয়ার রহমান মডেল একাডেমির নব-নির্মিত চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ভবনের উদ্বোধন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ১৭১ জন বিজয়ী ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ২৭ জন ও ২০ জন স্বেচ্ছাসেবী মোট ২১৮ জনকে পুরস্কার বিতরণ করা হয়। একাডেমীর সভাপতি সাজেদুল হক রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপ প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদর উপজেলা ভাইস চেয়াম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বাচ্চু, ফতেপুরের ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন ও চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আলাউদ্দিন মুকুল। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের জেলা সহসভাপতি কায়েস আহমেদ রিমু।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হয়েছে। খাদ্য, স্বাস্থ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, মাথাপিছু আয়সহ অর্থনীতির সব সূচকে অভাবনীয় উন্নতি করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। এসব কারণে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দেশের সব অর্জনের একমাত্র দাবিদার শেখ হাসিনা। এছাড়াও তিনি বলেন তিন গ্রামের ছাত্র-ছাত্রীদের এ স্কুলে আসতে অনেক ঘুরে আসতে হয় জেনেছি। একটা ব্রিজের ব্যবস্থা করতে পারলে তাদের সময় ও শ্রম বাঁচবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
