নিজস্ব প্রতিবেদক
যশোরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। দুপুর ১২ টার দিকে শহরের গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালযে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ভালো কাজে সকলকে নিয়ে এগিয়ে যেতে পারতেন শেখ কামাল। সেই এক ক্ষণজন্মা পুরুষ আমাদের শেখ কামাল। বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। এই মাসে আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত বিয়োগান্তক ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন, সাড়ে তিন বছরের মাথায়; তখন তাকে হত্যা করা হয় বাংলাদেশের অগ্রযাত্রাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেওয়ার জন্য। এরপর কালো অমানিশা নেমে আসে। সামরিক শাসনের মেঘ ছেয়ে যায় বাংলার আকাশে। এর ২১ বছর পর তা ছিন্ন করতে সক্ষম হন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী রায়হান, যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক হারুণ আর রশিদ, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, শহর আওয়ামী লীগনেতা ফিরোজ খান, যুব লীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। দোয়া পরিচালনা করেন, শহর আওয়ামী লীগনেতা ফিরোজ খান।
এদিকে, শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব (অস্থায়ী) কার্যালয়ে সংগঠনের শহর শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন। আরো বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সদস্য নুর ইমাম বাবুল, প্রদীপ দাস, শহর কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ ও শাহাজাদা নেওয়াজ, সদস্য শেখ কামরুজ্জামান, সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম, ৫নং ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, ৭ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক অনিক আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।
