নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষ্যে যশোর সরকারি মাইকেল মধূসুদন কলেজের শেখ কামাল ছাত্রাবাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের আয়োজনে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে বিভিন্ন খেলাধুলা শুরু হয়ে বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শেখ কামাল ছাত্রাবাস ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে এবং ছাত্রাবাসের ডাইনিং কনভেনর মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ কামাল ছাত্রাবাসের হল সুপার শাহাদাৎ হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মমিন। এছাড়াও ছাত্রলীগ কর্মী শেখ ইব্রাহিম সাগর, ওহিদুল ইসলাম রাব্বীসহ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবসে প্রতিবারের ন্যায় এবারও কয়েকদিন ব্যাপি ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে ছাত্রাবাসের শতাধিক আবাসিক শিক্ষার্থীরা।