নিজস্ব প্রতিবেদক
যশোর শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের শিরোপা ঘরে তুলেছে উপশহর ব্রাদার্স ইউনিয়ন। লিগের রানার্সআপ হয়েছে ভাষা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ। বুধবার বাঘারপাড়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১ গোল। সেই সাথে দল দুটিকে আগামী মৌসুমে যশোর প্রথম বিভাগ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের দুই মিনিট বাকি থাকতেও স্কোর লাইন ছিল গোলশূন্য। এমন সময় স্কুল ভবন প্রান্তে কর্নার পায় ব্রাদার্স। ফারদিন আক্তারের নেওয়া কর্নার থেকে ছোট ডি বক্সের মধ্যে থেকে মাথা ছুঁইয়ে ভাষা শহিদ মুক্তিযোদ্ধার জালে বল জড়ান ফাহিম হোসেন। তার এক মিনিট পরেই গোলের উৎসদাতা ফারদিন আক্তার দেখেন লাল কার্ড। দু’টি হলুদ কার্ডের কারণে তাকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। তাতে অবশ্য দলটির কোন চাপ পড়েনি। কারণ খেলা শেষ হতে তখন বাকি ছিল মাত্র এক মিনিট।
এদিকে ম্যাচ শেষ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি মঈনুর জহুর মুকুল। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঘারপাড়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ভেন্যু কমিটির আহ্বায়ক গোলাম দস্তগীর।
এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, কার্যনির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, লিগ পরিচালনা কমিটির সদস্য সচিব মাশরুর আলম প্রমুখ।
