নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে যশোরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড় আলী রেজা রাজু মঞ্চে যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও যশোর সীমান্ত বাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর কবীর সুমন ওরফে হাজী সুমনের তত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে যুবলীগ নেতা হাজী সুমন বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
তিনি বেঁচে থাকলে আজ দেশের মানুষের উপকার হতো। স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যার মধ্য দিয়ে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। পরে তিন শতাধিক অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা শান্তি মৃধা, শেখ ফিরোজ, জাহাঙ্গীর আলম জানু, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম টপি, কামাল খান পব্রত, মাসুদ শেখ, হাদিউজ্জামান চিমা, মির্জা আলম শহিদুল ইসলাম মনা, জাহিদুল ইসলাম টুটুল, মহিলা আওয়ামীলীগ নেত্রী পাপিয়া আক্তার, সেতারা বেগম, সাথী আক্তার, গুল্লি আক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক অন্তর দে শুভসহ আওয়ামী লীগ. যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।