আব্দুল্লাহ সোহান, মণিরামপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। এমন কোন স্থান নেই যেখানে উন্নয়ন হয়নি। প্রতিটি ইউনিয়ন পর্যায়েও উন্নয়ন এখন দৃশ্যমান। শুক্রবার উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের জোকা মাঠপাড়া মোড় থেকে ষোলখাদা ভায়া জোকা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান প্রমুখ।