মণিরামপুর প্রতিনিধি
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামো নির্মাণসহ দেশের প্রতিটি সেক্টরে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। শেখ হাসিনা সরকার গ্রামীণ পর্যায় শহুরে নাগরিক সুবিধা প্রদানে নানা প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করে চলেছে।
শনিবার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধীন ২৩ পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মণিরামপুর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আজীবন বাঙ্গালি জাতির ভাগ্য উন্নয়নে একটি শোষণমুক্ত ও অর্থনৈতিক স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখতেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন। দেশ যখন এগিয়ে চলেছে, বিশ্ব মিডিয়াসহ বিশে^র নানা দেশ শেখ হাসিনার সরকারের অগ্রগতির ভূয়সী প্রশংসা করছে তখনই একটি অপশক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি এসব অপশক্তিকে রুখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। পৌর সচিব কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী এ্যাসিল্যান্ড আলী হাসান, প্রকল্প পরিচালক ওয়াজেদ আলী, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত, প্যানেল মেয়র-কামরুজ্জমান কামরুলসহ সকল কাউন্সিলরবৃন্দ ও আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব দত্ত জানান, ১৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ২৩ পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌরসভায় সুপেয় পানি সরবরাহ সুবিধার কাজ সম্পন্ন হয়েছে। এতে পৌরসভার শতকরা ৫০ ভাগ বাড়ি এ প্রকল্পের সুবিধার আওতায় এসেছে। এছাড়া একই প্রকল্পের আওতায় আরও ৪ কোটি টাকা ব্যয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট, স্লাগ ট্রিটমেন্ট প্লান্ট, ১৬ টি কমিউনিটি টয়লেট ও ৫টি পাবলিক টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে।
এরপর প্রতিমন্ত্রী উপজেলা মৎস্যজীবী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা ও সাধারণ সম্পাদক সেলিম রাজা বাদশাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিন সন্ধ্যার পর উপজেলা হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।