নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দেশের ৫৭ জন সূর্যসন্তানকে হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনা ওয়াজেদ আক্রোশের রাজনীতি করতেন। তার আক্রোশের কারণে বিগত ১৬ বছর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে যশোরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এদিন জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন খুলনা বিভাগের আয়োজনে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, দেশ এখন ক্রান্তিলগ্নে রয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আর ফিরে আসার কোনো সুযোগ নেই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেককে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব।
মতবিনিময় সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।