নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সব ধর্মের মানুষ শান্তিতে আছেন, নিরাপদে আছেন। সব ধর্মের মানুষ এখন ধর্মীয় উৎসব নির্বিঘেœ পালন করতে পারে। এজন্য বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসা করেন। রোববার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পলাশী সার্বজনীন দূর্গামন্দির প্রাঙ্গনে রথযাত্রা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্দির কমিটির সভাপতি রবিন বিশ্বাসের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশবিরোধী অশুভ চক্র। তারা দেশে সাম্প্রদায়িক উসকানির মধ্যদিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর আগে বিকেলে বাহাদুর ও পাঁচবাড়িয়ায় জগন্নাথ ঠাকুরের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি ইয়াকুব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, মিজানুর রহমান, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, সাবেক ইউনিয়নের চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহল আমিন মঞ্জুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ প্রমুখ।