নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শেখ হাসিনা জনগণের দাবি কিংবা সংবিধান কোনকিছুরই তোয়াক্কা করেন না। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার যে অধিকার রয়েছে, তিনি স্বীকার করেন না। যে কারণেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে দিচ্ছেন না। শনিবার (১৪ অক্টোবর) সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে এসব কথা বলেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্রের মুক্তি ও বেগম জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা। সে কারণেই বিএনপির নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে এনে বেগম জিয়াকে মুক্ত করে তার সুচিকিৎসা নিশ্চিত করা হবে।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলে। জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য টিএস আইউব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, দোলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম,মিজানুর রহমান খান,মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সহ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
