নিজস্ব প্রতিবেদক
শেষ দুই বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল মুন্সী এরশাদ স্মৃতি ক্রিকেট ক্লাবের। উপশহর ক্রীড়া চক্রের সাকিবের করা ওভারের পঞ্চম বলটি অফ স্ট্যাম্পের একটু বাইরে ছিল। তাতে মুন্সী এরশাদের ব্যাটার ফুয়াদ মিড উইকেটে তুলে মারেন। মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে খুব বেশি যায়গা পরিবর্তন করতে হয়নি। কিন্তু ক্যাচ মিস করে বসেন ফিল্ডার। সেই সাথে হয়ে যায় চার। এই চারে এক বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাব। এই জয়ে প্রথম বিভাগের টিকে থাকার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে দলটি। তবে ১১২ রান করে লড়াইটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারাতে সন্তুষ্টি থাকতে হয় উপশহর ক্রীড়া চক্রের।
আগের রাতে বৃষ্টিতে ২৮ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবের অধিনায়ক রিয়াজ। ভেজা মাঠে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ রানের মধ্যেই ৫ উইকেট তুলে নেয় উপশহরের। এরপর সাকিব ও আরমানের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে খুব বেশি দূর এগোতে পারেনি। দলীয় অর্ধশতকের আগে সাজঘরে ফিরে যায় আরমান। ফেরার আগে ১১ বলে ১২ রান করেন। সাকিব একপ্রান্ত আগলেও রাখলেও রানের গতি আসছিলো। মূলত ১১ নম্বর ব্যাটার মিরাজের ৭ বলে ২৩ রানের ক্যামিও উপর নির্ভর করে ২৮ ওভারে ১১২ রান করে। মিরাজ সমান ২টি করে চার ও ছয় মারে। সাকিব ৬১ বলে ৪টি চার ও একটি ছয়ে ২৯ রান করেন।
মুন্সী এরশাদ আলী স্মৃতির রিয়াজ ৯ রানে ৪টি, আল আমিন ও সাকিব ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে দিপ ২১, সাকিব ১৬, গালিব ১৩ ও রুম্মন ১২ ও ফুয়াদ অপরাজিত ১২ রান করেন। উপশহর ক্রীড়া চক্রের সাকিব ২৩, আবু সাঈদ ২৯ রানে ২টি করে, মিরাজ, ইয়াসিন ও অপু একটি করে উইকেট দখল করেন।