নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওইসময় মোস্তফা কামাল ও পল্লব নামের অপর দুই আরোহী আহত হন। নিহত মেহেদী যশোর জেলা সদর উপজেলার পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন মেহেদি হাসান, মোস্তফা কামাল ও পল্লব। তারা মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সবাই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।