ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাস্তা মেরামতে অত্যন্ত নিম্ন মানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার পদমদী-ত্রিবেনী সড়ক থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক মেরামতে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিষয়টির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন সড়কের বেহাল দশার পর অবশেষে সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে, কিন্তু সড়ক মেরামতে যে ইট ফেলা হয়েছে তা নাম্বার বিহীন নি¤œ মানের ইট । এখন বালি ও অন্যান্য উপকরণ আনা হয়নি, যে ইট দিয়ে খোয়া ভাঙা হচ্ছে এবং রাস্তার দুই সাইডে দেয়া হচ্ছে তা দিয়ে রাস্তা পাকা করলে সড়ক বেশি দিন স্থায়ী হবে না।
তারা আরও জানান, আমরা এলাকাবাসী ওই সমস্ত ইট দিয়ে রাস্তার কাজ করতে নিষেধ করলেও ঠিকাদারের শ্রমিকরা তা শুনছেন না। উল্টো আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন। বহুদিনের কাক্সিক্ষত রাস্তাটির মেরামতের কাজের মান ভালো না হলে আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো।
ঠিকাদারের শ্রমিকেরাও জানান, এখানে অধিকাংশ ভাগ নিম্ন মানের ইট তবে কিছু ভাল মানের ইট ও রয়েছে।