ঝিনাইদহ প্রতিনিধি: নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণী ইউনিয়ন ছাত্রলীগ। উপজেলার শেখপাড়া বাজারে হাজি মার্কেটের সামনে থেকে বৃহস্পতিবার বিকেল সারে ৫টায় আনন্দ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য ও শ্লোগান দেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আল আজাদ (পিকুল), সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হৃদয়, সজিব মন্ডল, রিংকু জোয়ার্দার ও সাংগঠনিক সম্পাদক রায়হানুল করিম সাদ। মিছিল ও সমাবেশে ত্রিবেণী ইউনিয়ন ছাত্রলীগ ব্যতীতও উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও তার পুত্র জিসান হাই, ত্রিবেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানানো হয়। ১০ নভেম্বর উপজেলার ত্রিবেণী ইউনিয়নের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন সমস্যার কারণে গতকাল বুধবার তা প্রকাশ করা হয়।