নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছেন যশোরের বীর মুক্তিযোদ্ধারা। এদিন দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর সবুর হেলাল, মনিরামপুরের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা কোন দলের না। আমরা সকলে রাষ্ট্রের। আমরা স্বাধীনতার শত্রুদের মোকাবিলা করেছি। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তারা বলেন, কোন মুক্তিযোদ্ধাদের বাড়িতে হামলা বা কেউ হুমকির শিকার হলে প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসন ব্যবস্থা নিবে। বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ ও স্বাধীনতা মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।