নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :
যশোর-বেনাপোল মহাসড়কে শোভাবর্ধনে ঝিকরগাছায় ফুলের গাছ রোপণ করা হয়েছে। সোমবার বিকেলে মহাসড়কের কপোতাক্ষ সেতুর পশ্চিম পাশের আইল্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের সদস্যরা এই গাছ রোপণ করেন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল যশোরের (জেসিআই) উদ্যোগে ও জাগরণী সংসদের সহযোগিতায় ফুলের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের সভাপতি মুনিরুল আলম মিশর, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেসিআইর সভাপতি ফয়সাল মুকুট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সদস্য শহিদুল ইসলাম, কামরুজ্জামান কামাল, বাদল, মঈন, তন্ময়, শাহাবাজ, রোহান প্রমুখ।
জেসিআই সভাপতি ফয়সাল মুকুট বলেন, মহাসড়কের শোভাবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফুলের গাছ এবং বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ করা হবে মহাসড়কের আইল্যান্ডে ও পাড়ে।