ক্রীড়া ডেস্ক
১৯৯৭ সালে যখন টেস্ট অভিষেক হয় শোয়েব আখতারের, সাদা পোশাকে তখন পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছিলেন ওয়াসিম আকরাম। পরের বছর তার ওয়ানডে অভিষেকের সময় দলের নেতৃত্বে ছিলেন রাশিদ লতিফ। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন অধিনায়কের অধীনে খেলেছেন তিনি, তবে কখনো নিজে পাকিস্তানের নেতৃত্বভার কাঁধে নেননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
কেন? এত বছর পর সে প্রশ্নের উত্তর দিয়েছেন শোয়েব আখতার নিজেই। সুনো নিউজ এইচডির সঙ্গে আলাপে সাবেক এই গতি তারকা জানিয়েছেন, ‘আমি ফিট ছিলাম না। পাঁচ ম্যাচের মধ্যে হয়তো তিনটা খেলতে পারতাম। ২০০২ সালে আমাকে অধিনায়কত্বের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে সে প্রস্তাব গ্রহণ করলে (যেহেতু অধিনায়ক হলে সব ম্যাচ খেলতে হতো) হয়তো আর মাত্র দেড়-দুই বছর খেলতে পারতাম।
এ ছাড়া অধিনায়কত্বের প্রস্তাব না গ্রহণের পেছনে সে সময় বোর্ডের দুরবস্থাকেও দায়ী করেছেন শোয়েব, ‘আমি সতীর্থদের সমর্থন করে গিয়েছি। তখন বোর্ডও অনেক অস্থিতিশীল ছিল। বোর্ডের সর্বত্র অব্যবস্থাপনা ছিল।’
চোটগ্রস্ত ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট এবং ১৬৩ ওয়ানডে খেলেছেন তার সময়ের অন্যতম সেরা পেসার শোয়েব আখতার।
আরও পড়ুন: হার দিয়েই বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের