নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ষষ্ঠীতলায় শ্বশুরকে ছুরিকাঘাত করেছে জামাই ও তার ভাই। এছাড়া মুড়লিতে ছুরিকঘাতের ঘটনা ঘটেছে। আহতরা হলেন, ষষ্ঠীতলার বাচ্চু ওরফে ড্রাইভার বাচ্চু ও সদরের মুড়লি খাঁ পাড়া এলাকার রাজু হোসেন। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রাজুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত বাচ্চুর স্বজন তাজিমুল ইসলাম জানান, জমি লেখে না দেওয়ায় শ্বশুর বাচ্চুকে জামাই নিশান দীর্ঘদিন হুমকি ধামকি দিয়ে আসছিলো। সকালে তাকে একাপেয়ে নিশান ও তার ভাই রনি তাকে পিটিয়ে আহত ও ছুরিকাঘাতে জখম করে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে বুনোপাড়া রোডে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক একেএম সুজায়েত বলেন, তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের ও রানে এবং হিপে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। তবে তিনি আশংকামুক্ত রয়েছেন।
এদিন বিকেলে রাজু হোসেন নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মুড়লি এলাকার পথচারি আখতার হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। রাজু অবস্থা গুরুতর হওয়ায় তিনি কথা বলতে পারছেন না। এছাড়াও ইজিবাইকে যাত্রী ও আশেপাশে লোকজন না থাকায় কে বা কারা ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। তার ধারনা ইজিবাইক ছিনতায়ের জন্যই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কিসমত আরা জানান, তার বুকেসহ শরীরের পাঁচস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পৃথক দুইস্থানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আসামিদের আটকের জন্য পুলশের একধিক টিম কাজ কারছে।