শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে খালেদা আইয়ুব ডলিসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৪ জুন আবাদ চন্ডিপুর মোড়ে রাত আনুমানিক ৯ টার দিকে। আহত মোহর উদ্দিন (৫০) শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় খালেদা আইয়ুব (ডলি) বাদী হয়ে ৯ জনকে আসামি করে শ্যামনগর থানায় এজাহার দিয়েছেন।
উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভূমি দাতা সদস্যের সন্তান হিসেবে বিদ্যালয় সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আসামিদের সাথে তার শত্রুতা সৃষ্টি হয়। বিদ্যালয়ে সরকারি বরাদ্দে শহীদ মিনার নির্মাণ বিষয়ে রোববার রাত ৯ টার দিকে আবাদচন্ডিপুর মোড়ে স্থানীয়দের সাথে আলোচনার একপর্যায়ে আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ি হাতে গাছি দা, লাঠি, লোহার রড, শাবল নিয়ে উপস্থিত হয়ে গালমন্দ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে পরস্পর কথাকাটাকাটির একপর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে মারাত্মক আহত হন মোহর উদ্দিন। এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান ও আসাদুজ্জামান আহত হন।
