এসএম মিজানুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
পল্লী কবি জসিম উদ্দিনের আসমানি কবিতার আসমানিদের মতো শ্যামনগর কৈখালীতে তালপাতার ছাউনি আর ছেড়া বস্তার বেড়ার ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন অন্ধ রুপভান বিবি। সরকারের দেয়া ভূমিহীনদের ঘর পেতে ঘুরে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে। খরচের টাকা না দিতে পারায় অনেকেই ঘর দেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের বিধবা নিঃসন্তান রোকেয়া ওরফে রুপভান (৬০) স্বামীর রেখে যাওয়া ১০ শতক জমির উপরে বাস করে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বয়সের ভারে এক চোখ অন্ধ হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন।
শীতের দিনে যেমনি কুয়াশার পানি চুইয়ে পড়ে তেমনি বৃষ্টির দিনে তো কথাই নেই। জরাজীর্ণ তাল পাতার ছাউনি দিয়ে দেখা যায় খোলা আকাশ। আক্ষেপ করে বলেন, টাকা দিতে পারি না বলে আমার ঘর হয় না।
কত মানুষের কাছে গিয়েছি একটা ঘর পাওয়ার জন্যে কিন্তু সবাই বলে খরচের টাকা লাগবে। কৈ পাব আমি টাকা।
কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, দ্রত তার ঘরের ব্যবস্থা করে দেবো। আমি তার খোঁজ নেয়ার জন্যে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে বলে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, তার যদি থাকার ঘর না থাকে। তাহলে তার থাকার ঘরের ব্যবস্থা করে দেবো।
