শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কে চলছে লাইসেন্সবিহীন ডাম্পার গাড়ি। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুধীজন।
সড়কে চলাচলকারী এসব গাড়ির অনভিজ্ঞ চালকদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে আমরা চালাচ্ছি। সম্প্রতি শ্যামনগর সাংবাদিক সমাজ ও সামাজিক আন্দোলনের কর্মীদের ব্যানারে লাইসেন্সবিহীন ডাম্পার গাড়ি ও লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এরপরও গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়কে লাইসেন্সবিহীন ডাম্পার গাড়ি আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন এবং ২৯ মার্চ শ্যামনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন সড়কে অভিযান করে লাইসেন্সবিহীন ডাম্পার ট্রলি ও মিনিট্রাক আটক করেন। যা পরবর্তীতে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে এ বিষয়ে তিনি বলেন লাইসেন্সবিহীন ডাম্পারসহ অন্যান্য গাড়ি মহাসড়কে চলবে না। আমাদের অভিযান অব্যাহত আছে। লাইসেন্সবিহীন ডাম্পার ও অন্যান্য আটক গাড়ি ছেড়ে দেয়ার বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে গাড়ির মালিকরা দিনে চালাবে না এমন মুচলেকায় ছাড়া হয়েছে।
