শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরের যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগ শ্যামনগর উপজেলায় আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সকাল ১১ টায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পেইনে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে এবং বিভিন্ন ভ্রমণ দর্শনার্থী দের মাঝে সচেতনতা মূলক প্লাকার্ড প্রদর্শন করা।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শ্যামনগর উপজেলায় ইউনিটের সভাপতি মেহেরাব হোসেন ইমন, সাধারণ সম্পাদক বাদশা ওয়ালিদ, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাইফুল্লাহ, সদস্য মো. হারুন হোসেন, সুমাইয়া খাতুন, শুফিয়া খাতুন প্রমুখ।