শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর কলবাড়ী মৎস্য আড়তে কোস্টগার্ডের অভিযানে পুশকৃত বাগদা চিংড়ী জব্দ করা হয়েছে। শনিবার সকালে কলাবাড়ী বাজারে ফাতেমা ফিস থেকে এই চিংড়ী জব্দ করা হয়। এ সময় হারুন নামে এক কর্মচারীকে হাতে-নাতে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারীর ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৫ কেজি পুশ করা বাগদা চিংড়ি নদীতে ফেলে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারের সময় উপস্থিত ছিলেন-কোস্টগার্ডের কৈখালী সি সি লেঃ আতাহার হোসেন, ইউপি সদস্য আব্দুর রউফ, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ কোস্টগার্ডে সদস্যরা। এসময় নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী সাফ জানিয়ে দেন এই অভিযান অব্যাহত থাকবে।