শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ সকালে দাতিনাখালী একটি মৎস্যঘের ও কবরস্থানের পাশ থেকে ডোকরা পশুরের খুটি গরানের কড়া ও বাইন কাঠ উদ্ধার করে স্টেশনে নিয়ে গেছে বন বিভাগের সদস্যরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফরেস্টার নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এফ জি হারুন অর রসিদ সঙ্গীয় ফোর্স ও সিপিপির সদস্যরা দাতিনাখালী গ্রামের একটি মৎস্যঘের ও মোড়ল বাড়ি কবরস্থানের পাশ থেকে ৯০ পিস গরান, ১৫ পিস পশুরের খুটি ও ১ পিস বাইন কাঠ উদ্ধার করেছে। তিনি আরো জানান, তদন্ত চলছে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।