শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের বাসিন্দা ও সাংবাদিক আনিসুজ্জামান সুমনের মেঝো দুলাভাই। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে রোববার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদসহ থানা পুলিশের চৌকসদল। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ সুধীজন।