শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কলবাড়ি ব্রিজের পূর্ব পাশের মাথায় দক্ষিণ দিকে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর। পাকা ঘরটি নির্মাণ করছেন আবাদ চন্ডিপুর (পানখালী) গ্রামের শহিদুল ইসলাম। কলবাড়ি অবৈধভাবে প্রকাশ্যে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর। স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে ব্রিজের পূর্ব পাশে ভাঙনের সৃষ্টি হয়েছিল। কর্তৃপক্ষ এ এলাকায় সবুজ বনায়ন করে ভাঙন রোধ করে। কিন্তু রাতের আঁধারে সবুজ বনায়ন নিধন করে হঠাৎ করেই নির্মাণ করা হচ্ছে পাকা ঘর। যা ভবিষ্যতে ব্রিজটির জন্য হুমকি স্বরূপ।
অবৈধভাবে দখলকারী শহিদুল ইসলাম বলেন, এ জায়গার বিভাগীয় কমিশনারের কাগজপত্র আছে। তবে তিনি কাগজপত্র দেখাতে অস্বীকৃতি প্রকাশ করেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ পারভীন বলেন, আমি আমাদের লোক পাঠিয়ে জানতে পেরেছি জায়গাটি আমাদের না। আমি আবারো ওখানে লোক পাঠাচ্ছি। কাজ বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমি যতটুকু জানতে পেরেছি জায়গাটি কলবাড়ি হাটের জায়গা। আমি স্থাপনা ভাঙাসহ কাজ বন্ধ করে দিয়েছিলাম। বর্তমানে ঘরের কাজ হচ্ছে কিনা আমার জানা নেই। যদি হয়ে থাকে আমি পুনরায় বন্ধ করবো।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল্লাহ বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে কাজ বন্ধ করেছিলাম। পুনরায় কাজ হলে ইউনিয়ন (ভূমি) কর্মকর্তাকে ঘর অপসারণের নির্দেশ দেবো।