শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা নিরাপদ খাদ্য অধিকার কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা গত বুধবার রাতে শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ টি ড্রামে রক্ষিত ৮ শ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জামসহ একটি কাভার্ড ভ্যান আটক করে। এ সময় আব্দুর রশিদ পালিয়ে যায়।
নিরাপদ খাদ্য অধিকার কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৯ ড্রামে রক্ষিত ৮ শত কেজি ভেজাল মধু তৈরির কেমিক্যাল, চিনি ও সরঞ্জাম আটক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক কর্মকর্তা নাজমুল হাসান জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভেজাল মধু, চিনি, কেমিক্যাল, মধু বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ (খুলনা মেট্রো ব-১১-০১৭৭) আনুসঙ্গিক মালামাল জব্দ করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।