নিজস্ব প্রতিবেদক
ছয় লাখ টাকা এবং টিভি-ফ্রিজ ও বিভিন্ন মালামালসহ নয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ১৩ জানুয়ারি রাতে মামলাটি করেন যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান চৌধুরীর ছেলে জিকরুল ইসলাম। আসামিরা হচ্ছে, বাদির শ্যালিকা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকড়া বাজার বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকার মিরাজুল ইসলামের স্ত্রী ও শেখ ফজলার রহমানের মেয়ে রিজিয়া সুলতানা মিলি ও শ্যালক আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নু।
মামলার বিবরণ মতে, রিজিয়া সুলতানা মিলি বাদীর শ্যালিকা ও আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নু শ্যালক। বাদীর নিজ বসতবাড়ি যশোর শহরের পুরাতন কসবায় শ্যালিকা রিজিয়া সুলতানা মিলি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। শ্যালিকার সাথে বাদীর ভাল সম্পর্ক থাকা অবস্থায় মিলি প্রায় সময় বাদীর বাসায় আসা যাওয়া করতো। সুযোগ বুঝে আসামিরা ঘর হতে বাদীর বাসার একসেট চাবি চুরি তাদের কাছে রাখে। পরে পারিবারিক বিষয় নিয়ে মনোমানিল্য হওয়ায় তারা বাদীকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে।
গত ২১ সালের ৫ মে ঘরে ঢুকে মালামালসহ তিনলাখ ২২ হাজার ৭শ’ ৫১ টাকার মালামাল তাদের ঘরে রাখে। আসামিদের সাথে তাদের ভাল সর্ম্পক থাকায় তাদের সাথে ৩৬ সদস্যর একটি সিরিয়াল করেন। সিরিয়ালে বাদীর একাই ৮টি সিরিয়ালের নামে মোট পাঁচলাখ ৮৬ হাজার টাকা জমা হয়। টাকা বিবাদীরা নিজের কাছে রাখে। বাদি টাকা ফেরত চাইলে না দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে তালবাহনা করে। এ ঘটনায় শালিস বৈঠক বসলে তারা কিছুদিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার সময় নেয়। এরপর নানাভাবে বিভিন্ন অজুহাত দেখানোর এক পর্যায় বাদীকে বলে বেশি বাড়াবাড়ি করতে ক্ষতি হবে এবং কোন টাকা ও মালামাল পাবে না বলে হুমকি দেয়।
আরও পড়ুন: যশোর দুদকের মামলায় নড়াইলের তহশিলদারের ৮৪ বছরের কারাদণ্ড