নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেছে। এখনো উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা পাঁচ দশকেও পূরণ হয়নি বলেই আক্ষেপ অনেকের।
‘দুর্নীতি এবং বৈষম্য’ সেই স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় বলে মনে করছেন যশোরের বিজয় স্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থীসহ রিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা বললেন, দুর্নীতি সমূলে উপড়ে ফেলে সুশাসন কায়েম করা গেলেই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, সবাইকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।
আর ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্মূল করা, ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, আওয়ামী লীগকে সুশৃঙ্খল করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করলেন।
দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহরের মনিহার মোড়ে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এরপর একে একে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের নেতৃত্বে জেলা পরিষদ, মেয়র হায়দার গণী খান পলাশের নেতৃত্বে পৌরসভা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সিভিল সার্জন, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস, ডাক বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা বিএনপি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), শিল্পকলা একাডেমি, জাসদ, বাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জনউদ্যোগ, যশোর শিক্ষাবোর্ড, পানি উন্নয়ন বোর্ড, এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, জেলা মহিলা সংস্থা, যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন বিজয়স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এ ছাড়া শামসুল হুদা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।