নিজস্ব প্রতিবেদক : শ্রদ্ধা ভালোবাসায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল গতকাল শুক্রবার। দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা তাদের প্রয়াত অভিভাবকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষেরাও স্বতঃস্ফূর্তভাবে এ সকল কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, কোরআন খানি, কবর জিয়ারত, দোয়া মাহফিল, পোশাক ও খাবার বিতরণ।
সকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপি নেতৃবৃন্দ দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবর স্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে জেলা বিএনপি অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও খুলনা বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দ অংশ নেন। কবর জিয়ারত শেষে অনিন্দ্য ইসলাম অমিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে জেলা মহিলাদলের আয়োজনে কোরআন শিক্ষার্থীদের মাঝে বিছানা পত্রসহ শীত বস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এরপর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে কোরআন শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পরে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী সকল কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু, যশোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুুলু, অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
সর্বশেষ
- নারী বিভাগের ফাইনালে রিপন অটোস স্পোর্টস একাডেমি
- নেতাকর্মীর পদচারণায় মুখর যশোর বিএনপির কার্যালয়
- ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির নির্বাচনে মনোনয়নপত্র ক্রয়
- জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুনীর্তিতে চ্যাম্পিয়ন করেছে : যশোরে ফয়জুল করীম
- সব স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবিতে মানববন্ধন
- যশোরে কৃত্রিম সংকটের নামে বাড়তি দামে সার বিক্রি
- যশোরে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা মঙ্গলবার
- যশোরে প্রথমবার ৩ এক্স ৩ বাস্কেটবল