নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বুধবার খাজুরা বাসস্ট্যান্ডে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরী ইউনিয়নের অবসর গ্রহণকারী সদস্য ও মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক নির্ভর দেশ। শ্রমিকদের পিছনে রেখে কোন উন্নয়ন সম্ভব নয়। মোটর শ্রমিকদের নিরাপত্তার বিষয় চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইওয়ে সড়ক প্রশস্তকরণের প্রকল্প হাতে নিয়েছেন। দেশের সব হাইওয়ে সড়কগুলো ছয় বা চার লেনে উন্নিতকরণ হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রমিকদের ভাবেন। শ্রমিকদের প্রতি তার বিশেষ নজর রয়েছে। সড়ক দুর্ঘটনা দূর করার জন্য চার বা ছয় লেন করার বিকল্প নেই। সেইজন্য আগামী সংসদ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। এ সময় তিনি যশোরে একটি জেলা ট্রাক টার্মিনাল নির্মাণ করার ঘোষণা দেন।
আয়েজক সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুরের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।