নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি উদ্যোগে জেলা শ্রমিক লীগের ৩০টি সংগঠনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ করেন জেলা যুবলীগের নেতা তৌহিদ চাকলাদার ফন্টু।
উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, শেখ আলাউদ্দিন, মহসিন কবীর, আকরাম হোসেন, মোর্ত্তজা হোসেন, সেলিম শিকদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, আলমগীর হোসেন, শেখ আরিফুল ইসলাম, মনজুরুল কবীর, জামাল হোসেন লাবু, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পুটি ও মহাব্বত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, আনিসুর রহমান বিপুল, টিপু সুলতান, সাইদ সিদ্দিকী চিরু, শেখ নিজাম উদ্দিন প্রমুখ।