নিজস্ব প্রতিবেদক
যশোরে মানবতার জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন শ্রাবণী ফাউন্ডেশনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আদর্শ বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সংগঠনটির সদস্যদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ময়দা, ছোলার ডাল, সুজি, চিনি ও তেল।
সুবিধাভোগীরা বলেন, আমরা যারা অসহায় হিন্দু সম্প্রদায় আছি। তাদের দিকে কেউ সেভাবে খেয়াল করে না। তবে শ্রাবণী ফাউন্ডেশনের আহ্বায়ক শ্রাবণী রায় প্রতি মুহূর্তে আমাদের খোঁজখবর নেন। সংগঠনটির অর্থায়নে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়। এবার দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রত্যেকের জন্য ময়দা, ছোলার ডাল, সুজি, চিনি ও তেল দিচ্ছেন। আমাদের সকলের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
এ বিষয়ে শ্রাবণী ফাউন্ডেশনের আহ্বায়ক শ্রাবণী রায় বলেন, আমাদের মাটির মাকে সাজালে তো হবে না আমাদের মাঝে যে জ্যান্ত মা রয়েছে তাদেরকেও খাওয়াতে হবে। সেই চিন্তা থেকেই আমি তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করি। তিনি আরো বলেন, শ্রাবণী ফাউন্ডেশন সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় গরীব মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।
এই সময়ে উপস্থিত ছিলেন শ্রাবণী ফাউন্ডেশনের আহ্বায়ক শ্রাবণী রায়সহ শ্রাবণী ফাউন্ডেশনের এডমিন পরিমল দাস, মডারেটর জয় ঢালী ও শ্রেয়সীসহ অন্যান্য সদস্যরা।
