মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রুহুল আমিন ও সুজন মোল্লার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, শনিবার বিকেলে রান্না করার সময় চুলা থেকে আগুন লেগে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে একটি বসতঘর, ১টি রান্নাঘর, ১টি গোয়ালঘর, ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, বিভিন্ন প্রকার ফসল, আসবাবপত্র পুড়ে যায়। সব মিলে তাদের ১০ লাখ টাকার উপর ক্ষতি হয়েছে। এখন দুইটি পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন মাস্টার পরিমল কুমার ভৌমিক বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতা ও আমাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে সব পুড়ে যায়। তাদের সব মিলে অনেক টাকা ক্ষতি হয় হয়েছে।
সর্বশেষ
- বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে শার্শা বিএনপি’র প্রস্তুতি সভা
- যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- রেস্তোরাঁর এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের নামে মামলা
- আগামী মাসগুলোতে চালের দাম কমে আসতে পারে
- পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
- বিশেষ বাহিনীর সদস্যকে মারপিট, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা