ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সেই ধারা বজায় রেখে নিজেদের দ্বিতীয় ম্যাচেও লংকানদের ১০ রানে হারিয়েছে টাইগ্রেসরা।
দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমোর পার্ক বি ফিল্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রত্যাশা ও স্বর্ণার ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানেই থামে শ্রীলংকার ইনিংস।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ভিশমী গুনারারত্নে ও দেওমী বিহাঙ্গা। তবে দুজনের ফিফটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৯ রানে দুটি উইকেট নিয়েছেন পেসার মারুফা আক্তার।
এর আগে রান পাহাড় গড়ার পথে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তার। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড়ে তোলেন আফিয়া প্রত্যাশা। আরেক ওপেনার মিষ্টি সাহাকে নিয়ে দলকে এনে দেন দারুণ শুরু। দুজনের জুটিতে আসে ৭৫ রান।
৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্রত্যাশা বিদায় নিলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দারুণ এই ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান প্রত্যাশা। তার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমের পথ ধরেন আরেক ওপেনার মিষ্টি (১৪)।
দুই ওপেনার ফিরলেও তাণ্ডব চালিয়ে যান দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনেই অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। দিলারার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৩৬ রান। আর স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: বড় জয়ে শুরু যশোরের
১ Comment
Pingback: ওয়াহাব-তামিমে খুলনা টাইগার্সের প্রথম জয় - দৈনিক কল্যাণ