কল্যাণ ডেস্ক
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরে গেলেন নরওয়ে-কানাডার ২২ পর্যটক। বৃহস্পতিবার সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন তারা। ষাটগম্বুজ মসজিদ ঘোরা শেষে খানজাহান আলীর (রহ) মাজারে যান বিদেশি পর্যটকরা। সেখানে বেশকিছু সময় থাকার পরে দুপুরে আবারও সড়ক পথে মোংলার উদ্দেশ্যে রওনা দেন তারা। ষাটগম্বুজ ও মাজার দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের উদ্দেশ্যে পর্যটকরা মোংলা ছাড়বেন বলে জানিয়েছেন প্রমোদতরী গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
তিনি বলেন, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকরা। যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি।
টুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু মিয়া সরদার বলেন, বিদেশি দর্শনার্থীরা ষাটগম্বুজ ও মাজার দেখে খুবই খুশি হয়েছে। বিশেষ করে ষাটগম্বুজের নির্মাণ শৈলী দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার। আবারও বাংলাদেশে আসার ইচ্ছে পোষণ করেছেন অনেকে।
গেল ১ এপ্রিল ভারতের কলকাতা থেকে ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দু’জন কানাডিয়ান পর্যটক নিয়ে গত ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে ৫ এপ্রিল মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরী গঙ্গা বিলাস। ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় সাতজন বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে ভারতীয় ফাইভস্টার মানের এ ক্রুজটি।
সর্বশেষ
- বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে শার্শা বিএনপি’র প্রস্তুতি সভা
- যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- রেস্তোরাঁর এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের নামে মামলা
- আগামী মাসগুলোতে চালের দাম কমে আসতে পারে
- পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
- বিশেষ বাহিনীর সদস্যকে মারপিট, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা