কল্যাণ ডেস্ক: টাইফয়েড, পোলিও, ডায়রিয়া, আমাশয়সহ সব ধরনের সংক্রামক রোগ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে এক সেমিনারে জানিয়েছেন বক্তারা। তারা বলেন, দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৮ থেকে বেড়ে হয়েছে ১১৩। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ-ব্লকের সম্মেলন কক্ষে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বিজয়ের ৫১ বছরে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন নিয়ে গবেষণামূলক তথ্যসমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন ও সেন্ট্রাল সেমিনার আয়োজন করে বিএসএমএমইউ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. আতিকুল হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন চিত্র নিয়েই এ অনুষ্ঠান। স্বাস্থ্যসেবায় আমাদের অর্জন অনেক। কিন্তু দেশে বড় আকার ধারণ করছে ক্যান্সার, হৃদরোগসহ অসংক্রামক রোগ। এগুলোতেই বর্তমানে মৃত্যু হচ্ছে বেশি। এতে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
শারফুদ্দিন আহমেদ বলেন, অ্যান্টিবায়োটিক এখন মানুষের কাছে স্বাভাবিক খাবারে পরিণত হওয়ায় এটি আর ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া গরু, মুরগির খাবারে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হচ্ছে। যখন-তখন ব্যথানাশক ওষুধ সেবনে কিডনির ক্ষতি হচ্ছে। আশঙ্কাজনক হারে বেড়েছে কিডনি রোগীর সংখ্যা। হাসপাতালগুলো ডায়ালাইসিসের রোগীতে ভরপুর।
তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ডায়াবেটিস প্রতিরোধে একটা গবেষণা চলছে। এটা সফল হলে দেশের ডায়াবেটিস রোগীর খরচ কমবে।
কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়েছে। চক্ষু, হৃদরোগসহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা পাচ্ছে সাধারণ মানুষ। বর্তমানে শুধু শহর নয়, গ্রামের মানুষও চিকিৎসাসেবার আওতায় এসেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, গত ১০ বছরে আমাদের দেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা অনেক কমেছে। আমরা অনেক এগিয়েছি। তাই এখন অন্য দেশ থেকে অনেক রোগী এখানে এসে চিকিৎসা নেয়। রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ এখন দেশে চিকিৎসা নিচ্ছেন।
অনুষ্ঠানে ইউজির অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, বিএসএমএমইউর সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজ বক্তব্য দেন।
আরও পড়ুন: গলব্লাডারের যে সমস্যা ক্যান্সারে রূপ নেয়