সাজেদ রহম:
দৈনিক যুগান্তরের সাংবাদিক সুবোধ বসু ১৪ ডিসেম্বর যশোর থেকে একটি রিপোর্ট পাঠান। যা ওই পত্রিকায় প্রকাশিত হয় ১৫ ডিসেম্বর। রিপোর্টের শিরোনাম ছিল ‘যশোর শহরে আধাআধি লোক ফিরে এসেছে’। রিপোর্টটি ছিল এ রকম, ‘যশোর শহর ও তার আশেপাশের মানুষেরা যশোরে ফিরে আসা শুরু করেছে। ফলে যশোরের জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। যশোর জেলার অস্থায়ী জেলা প্রশাসক ওয়ালিউল ইসলাম তার সদর কার্যালয়ে বসে আমাকে বলেন যে, শহরের শতকরা ৫০ ভাগ মানুষ ফিরে এসেছে। তিনি জানান আজ শতকরা ৬০ জন কর্মচারী হাজির ছিলেন। জেলার চারটি মহকুমা ও ২০টি থানা পুরোদমে কাজ শুরু করেছে। তিনি আশা করছেন বাংলাদেশ সরকারের নির্দেশ পেলেই দু-একদিনের মধ্যে বাকিগুলো খোলা হবে। অবশ্য তার আগে হিসাব পরীক্ষা কার্য সম্পন্ন করতে হবে। আর্থিক নীতি নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক খোলা হবে। টেলিফোন পুরোপুরি চালু। যশোর-ফরিদপুর বিভাগের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী ফণিভূষণ মজুমদার বলেন, ভারত থেকে শরণার্থীদের ফিরিয়ে আনার মত বিরাট কাজ শুরু করার আগে তারা সুপরিকল্পিত ব্যবস্থা নিতে চান। তাই শরণার্থীদের ফিরিয়ে আনার কাজে সামান্য সময় লাগবে। যশোর সেক্টরের মুক্তিবাহিনীর কমান্ডার নাজমুল হুদা জানান, তার অধীনস্থ মুক্তিবাহিনীর প্রায় ৫০০ সদস্য এখন খুলনা অঞ্চলে পাকবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি জানান, কোথাও কোথাও মুক্তি বাহিনীর সদস্যদের অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সব সদস্যদের এখন নতুন এলাকায় আরও গুরুত্বপূর্ণ কাজে পাঠানো হচ্ছে। সোমবার সারাদিন যশোহর ক্যান্টনমেন্ট ও আশেপাশের এলাকায় ঘুরে আসায় ধারণা হয়েছে পাক জঙ্গি শাসনের অত্যাচারে ভয় পেয়ে যারা গ্রাম অঞ্চলে পালিয়ে গিয়েছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। তবে বহু লোকের ঘরবাড়ি পাকসেনারা পুড়িয়ে দিয়েছে। ফলে নতুন করে তারা মাথা গোঁজার আশ্রয় তৈরি না করা পর্যন্ত, সপরিবারে ফিরে আসা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সরকার কোন কোন জায়গায় মুনাফালোভী ও মজুদদারদের দোকান ও গুদাম সিল করে দিয়েছেন। সোমবার যশোরে আদালত বসেনি। তবে আদালত খোলা আছে। অভিযোগ গ্রহণ করা হচ্ছে। গত কয়েক মাসের অস্বাভাবিক ঘটনার ফলে চাষাবাদ পুরোদমে হয়নি। যশোরে আজও চাল এক টাকা পাঁচ আনা করে বিক্রি হচ্ছে। অন্য বছরের বারো আনার নিচে চালের দর থাকত। যশোর জেলায় খাদ্যাভাব দেখা দিতে পারে বলে জেলা কর্তৃপক্ষ আশঙ্কা করেছেন।’
-জ্যেষ্ঠ সাংবাদিক
সর্বশেষ
- বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
- অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি
- ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী
- মানবতাবিরোধী অপরাধে অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচন, চাকরিতে অযোগ্য
- অবসরপ্রাপ্ত শিক্ষক এখন লেবু বিক্রেতা
- কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ড্রাগন চাষির মৃত্যু, আহত এক
- ১২ ঘণ্টার মধ্যে নড়াইলের মুন্নি খানম হত্যা রহস্য উন্মোচন
- পানি দ্রুত নিষ্কাশনের জন্য ভবদহ স্লুইস গেটের সবগুলো কপাট খুলে দেয়ার দাবি