নিজস্ব প্রতিবেদক
তথ্য কমিশনার শহিদুল আলম বলেছেন, ‘তথ্য অধিকার আইন জনকল্যাণমুখী। যার জন্য এই আইন; সেই জনগণ এগিয়ে না আসলে এটা কার্যকর হবে না। সংবিধানে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তথ্য অধিকার আইন। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আমলে কেউ অনাহারে নেই, কেউ না খেয়ে মরছে না। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ও জানাক সদস্য জে এম ইকবাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া প্রমুখ। সভা শেষে তথ্য অধিকার আইন নিয়ে শিক্ষার্থীদের অনলাইন প্রশিক্ষণে ২৪ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। এর আগে, ‘ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে’ এই স্লোগানে তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্য কমিশনার শহিদুল আলম। জেলা প্রশাসন ও এমআরডিআইয়ের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে বাউল শিল্পীরা গানে গানে তথ্য অধিকার নিয়ে জনসাধারণকে সচেতন করেন।