নিজস্ব প্রতিবেদক
মৌমাছি ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশৈলীর যৌথ আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘সংস্কৃতি উৎসব’। শহরের শিল্পকলা মিলনায়তনে এ উৎসবে মেতে ওঠে ছোট ছোট শিশুরা। ব্যতিক্রমধর্মী শিশুশিক্ষা প্রতিষ্ঠান মৌমাছি ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশৈলীর যৌথ আয়োজন করে এ সংস্কৃতি উৎসব।
অনুষ্ঠান শুরুতেই বাঙালির ইতিহাস ঐতিহ্যের গানে দলীয় নৃত্য পরিবেশিত হয়। এর পর পাহাড়ি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। মৌমাছি স্কুলের ৮টি শ্রেণির মোট ২৯০ জন শিশু এবং সৃজনশীল সংগঠনের ৩৫ জন শিশুর অংশগ্রহণে একের পর এক একক, দলীয় সংগীত, কবিতা আবৃত্তিতে মাতিয়ে রাখে দর্শকদের। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হুসাইন শওকত, যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, স্কুল কমিটির সভাপতি তারিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান নিপুন। মৌমাছি স্কুলের পরিচালক এসএম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাগর বিশ্বাস। অনুষ্ঠানে শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন আবৃতি, গান নাচ বিষয়ে ৪টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া মোট ৪৭ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
