হরিণটানা প্রতিনিধি
খুলনায় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও সড়কে ধুলা বালির মিছিলে জনভোগান্তি চরমে। বিশেষ করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও কৈয়া বাজার মোস্তর মোড় বাইপাস সড়কে ধুলার মিছিলে নাভিশ্বাস উঠেছে জনগণের। এতে করে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রাসহ এ সকল সড়কে চলাচলকারীরা। পাশাপাশি এই ধুলো বালির কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
সড়কের দু’পাশে অবস্থিত বসতবাড়ি এবং বিভিন্ন খাবারের দোকান, রেস্তোরাঁ, চায়ের দোকান, মুদি দোকানে ধুলো বালি ঢুকে খাবারের গুণগত মানের পাশাপাশি নষ্ট করছে পরিবেশ। দেখা গেছে এসব সড়কের দু’পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বালি বিক্রয়ের একাধিক পয়েন্ট। এ সকল বালির গোলায় রাখা হয়নি পরিবেশ বান্ধব কোন ব্যবস্থা। এছাড়া বালি বহনকারী ড্রামট্রাকগুলোর মালিকরা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে চালাচ্ছেন ব্যবসা। বালি বহনের সময় উপরে ঢাকনা বা পর্দা ব্যবহার করার নিয়ম থাকলেও ট্রাকগুলোয় ব্যবহার করা হচ্ছে না কোন পর্দা। ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ আর হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।
আরও পড়ুন:ডাচ বাংলার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩
