নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় আহত যশোরের উপশহর-বিরামপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী লিটন ওরফে হাঁস লিটনের (৪৫) মৃত্যু হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানিয়েছেন, গত ২৬ ডিসেম্বর রাত ৯টার দিকে সাতমাইল এলাকা থেকে হাঁস লিটন ও তার সহযোগী ফরিদ শেখ (৪০), মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে যশোর শহরতলীর বিরামপুরের নিজ বাড়িতে আসছিলেন। বাড়ি আসার পথে যশোর সদরের সাইমাইল এলাকার কাজী নজরুল ইসলাম কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান হাঁস লিটন ও ফরিদ শেখ।
এতে গুরুতর আহত হলে তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর রোববার রাতে হাঁস লিটনের মৃত্যু হয়। হাঁস লিটন বিরামপুরের আব্দুল জলিলের ছেলে।
আহত ফরিদ শেখ সদর উপজেলার দৌলতদিহি গ্রামের জোহর আলী শেখের ছেলে। তিনি সুস্থ হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। ফরিদ শেখ হাঁস লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পূর্ব শত্রুতার জেরে হত্যা হয় এরফান ফারাজি: র্যাবের হাতে আটক তাওহীদ
