নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও যশোর জেলা পরিবহন সংস্থা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রী ভূষণ ঘোষ আর নেই। শনিবার নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে-মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। গতকাল যশোর জেলা পরিবহন সংস্থা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শ্রমিক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠুসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শ্রী ভূষণ ঘোষের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়, যশোর ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু প্রমুখ। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর বাস মালিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এএসএম আরিফ চাকলাদার।